Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

History

অত্র ০৭ নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদ বিগত ১৯৯৭ সালে ঐতিহ্যবাহী হাটপুকুরিয়া এবং ঘাটলাবাগ ২টি গ্রামের সমন্বয়ে ইউনিয়নের নাম করন করা হয়। পূর্বে এ ইউনিয়নটি চাটখিল ইউনিয়ন নামে পরিচিত ছিলো, পূর্বে এ ইউনিয়ন পেৌরসভায় চলে যাওয়ায় বাকীটা হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন গঠিত হয়। ১৯৯৭ সালের ডিসেম্বরে এ ইউনিয়নের ১ম নির্বাচন হয়, এবং নির্বাচনে ১ম চেয়ারম্যান জনাব এস.এম বাকী বিল্লাহ নির্বাচিত হন।